বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর এবং বিষাক্ত সাপ (ডাবোয়া রুসেলি) এই সাপ এতটাই হিংস্র যে কেউ তার পাশ দিয়ে গেলে কষ্ট করে এসে কামড় দিয়ে হত্যা করে, এই সাপ নিজেকে এতো নিখুঁতভাবে লুকিয়ে রাখতে পারেযে থাকে দেখা প্রায় ইম্পসিবল যদি ও বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০০০ মানুষ সাপের কামড়ে মারা যায় তাদের মধ্যে বেশিরভাগ (ডাবোয়া রুসেলি) কামড়ে মৃত্যু হয়।

যদি কখনো এই সাপ আমাকে ছোবল বসায় তাহলে আমি মেহেদী একটা উপদেশ দিবো, আপনি সাথে সাথে এই জায়গায় বসে যান আর যদি আপনার রিলিজিয়ন ইসলাম হয়ে থাকে তাহলে সবচেয়ে প্রথম কালেমা পাট করেন, আর বলেন হে স্রষ্টা আমি আপনার নিকটে আসছি, কারণ এই সাপের হিমোটক্সিন বিষ আপনার রক্ত পাতলা করে দেবে, আপনার শরীর ফুলে যাবে তীব্র ব্যাথায় ছোখ দিয়ে পানি পড়বে, আপনার কিডনি নষ্ট হয়ে যাবে।

আপনার শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে যাবে, কিছু সময়ের মধ্যে আপনি প্যারালাইজড হয়ে যাবেন ,আপনার শরীরে পচতে শুরু করবে এবং হাড্ডি দেখা যাবে, ডাক্তার আপনাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেবে বাট আপনি যে বেঁচে যাবেন এটা বলবে না, আল্লাহ যদি হায়াত দিয়ে থাকেন তাহলে বাচবেন, কিন্তু খুব খুব অল্প মানুষ বেচে যায়, আর যদি আমাদের সিলেটের মৌলভীবাজারের মানুষের মতো ফগা হয়ে থাকেন আর উজা দিয়ে বিষ যারাতে যান তাহলে টাটা বায় বায়৷

image