ক্রোয়েশিয়ার এই জায়গা ৩০০ ফুট গভীর।যার অনেক গভীরে ও আপনাকে দেখা যাবে, পরিষ্কার পানি তার মধ্যে বরফের মতো ঠান্ডা, পৃথিবীতে অনেক ন্যাচারাল সুইমিংপুল আছে যার মধ্যে আপনি সারাক্ষণ সাতার কাটলে ও কেউ কিছুই বলবে না,না তো টাকা দেওয়া লাগবে।
শুধু চিন্তা করেন আল্লাহর যা দিয়েছেন সব ফ্রী, আপনি শুনলে অবাক হবে এই সব জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা সাতার কাটে, আমি বাইরের কান্ট্রিতে থাকি এখানে বাচ্চাদের একা ছেড়ে দেওয়া হয়, বাচ্চারা এমন ভাবে খেলে যে বার বার মাটিতে পড়ে, কষ্ট পায় কান্না ও করে তবুও তাদের গার্জেন কাছে ও আসে না ধরে ও না, তাই বলে ভাববেন না তাদের বাচ্চাদের প্রতি ভালোবাসা নাই,, তাদের বাচ্চারা সবার সাথে মিশে গরীব হউক বা ধনী।
কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক এতো বড়লোকের বাচ্চাদের এমন অবস্থা, বাট আমি দেখেছি বাংলাদেশের পাকা ঘরের বাচ্চারা খেলতে গেলে মা সাথে চলে যান,তার মধ্যে যদি মা বাবা একটু শিক্ষিত হয়ে যাহ তাহলে উপাই নাই, বাচ্চা যদি পরে যাওয়ার পজিশনে চলে যায় তাহলে মা বাংলা মুভির মতো লাফ দিয়ে এসে ক্যাচ ধরে ফেলেন।
গরীব দের সাথে লেখতে মানা করেন তারা ভাবেন গরীব মানেই নষ্ট, আপনি খেয়াল করে দেখতে পারেন বাংলাদেশ ধনী মায়েরা ধনী বলবো আর কী মিডিলিস্ট আসলে না বুঝতো ধনী আসলে কী, যাই হোক বাচ্চাদের মোটেও বাইরে বের হতে দেয় না, কারো সাথে মিশতে দেয় না শুধু পড়াশোনা,,, তারা যে নিজেদের কী ভাবে।
