'5 STAR' JAIL
নরওয়ের হালডেন জেল এমন এক কারাগার, যেটি অনেক ফাইভ-স্টার হোটেলকেও হার মানায়। এখানে বন্দিদের অতিথির মতো যত্নে রাখা হয়। তারা ইন্টারনেট, টিভি, ফ্রিজ, থিয়েটার ও উন্নত খাবারের সুবিধা পান। চুল কাটা ও শরীর ম্যাসাজের জন্যও কর্মী থাকেন।
অবসরে বন্দিরা পুলিশদের সঙ্গে গল্প করতে বা খেলাধুলাও করতে পারেন। এখানে শাস্তির চেয়ে মানুষকে শুধরে দেওয়াই প্রধান লক্ষ্য। তাই একে বলা হয় "বিশ্বের সবচেয়ে মানবিক কারাগার”।
Like
Comment
Share