কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।
একজন ছাত্র নয়—এবার অবাক করে দিয়েছে একটি পথকুকুর। প্রতিদিন ছাত্রদের টাকা দিয়ে খাবার কিনতে দেখেই, একদিন সে তার মুখে একটি গাছের পাতা নিয়ে এসে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন বলছে, “এই পাতা আমার পয়সা, আমাকে একটা বিস্কুট দাও!”
কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি দেখে মুগ্ধ হন ক্যান্টিন কর্মীরা। তারা ভালোবাসায় সাড়া দেন—পাতাকে প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে তাকে প্রতিদিনই বিস্কুট খেতে দেন।
এই ছোট্ট ঘটনা প্রমাণ করে দেয়, কতটা শিখতে পারে প্রাণীরা, আর মানুষ যখন হৃদয় দিয়ে দেখে, তখন প্রজাতির সীমানাও ভেঙে যায়।