“একটা গাছ যেটা নিজে নিজেই হাঁটে!” — অবিশ্বাস্য হলেও সত্য!

গাছ মানেই স্থির, শিকড়-বাঁধা প্রাণী — তাই না?

কিন্তু বাস্তবে এমন একটা গাছ আছে, যেটা ধীরে ধীরে ‘হাঁটতে’ পারে!

এই রহস্যময় গাছের নাম “Walking Palm Tree” বা “Socratea Exorrhiza”, যা পাওয়া যায় দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে, বিশেষ করে আমাজন রেইন ফরেস্টে।

এই গাছের শিকড় মাটির উপর ছড়িয়ে থাকে অনেকগুলো খুঁটির মতো।

যখন গাছের নিচের মাটি দুর্বল বা অন্ধকার হয়ে পড়ে, তখন এই গাছ পুরনো শিকড় ফেলে দিয়ে নতুন জায়গায় নতুন শিকড় গজায়!

এভাবে এক বছরে প্রায় ২০ মিটার পর্যন্ত সরতে পারে — যেন গাছটি নিজের জন্য ভালো জায়গা খুঁজে নিচ্ছে!

এটি ঠিক মানুষের মতো হাঁটা না হলেও, ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরতে পারে, যা গাছের দুনিয়ায় এক বিস্ময়!

image