আসল কঙ্কাল আর সিনেমার পেছনের এক ভয়াবহ সত্য!
১৯৮২ সালে মুক্তি পাওয়া হলিউডের আইকনিক হরর ফিল্ম Poltergeist আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
কিন্তু এর পর্দার আড়ালেও লুকিয়ে ছিল এক এমন সত্য, যা সিনেমার চেয়েও বেশি গা ছমছমে।
সিনেমার এক দৃশ্যে ব্যবহার করা হয়েছিল বাস্তব মানুষের কঙ্কাল!
হ্যাঁ, সত্যি! সে সময় প্লাস্টিকের কঙ্কাল তৈরি করতে খরচ বেশি হতো, তাই চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত সত্যিকারের কঙ্কাল ব্যবহারই হয়ে ওঠে ‘অর্থনৈতিক’ সিদ্ধান্ত।
ভয় পাবেন যখন জানবেন— সেই দৃশ্যে অভিনয় করছিলেন জো বেথ উইলিয়ামস,
আর তিনি জানতেনই না, চারপাশে আসল কঙ্কাল!
পরে এই তথ্য জানার পর তিনি আতঙ্কে প্রায় শ্যুটিং বন্ধ করে দেন।
আজ এই ঘটনা হলিউডের সবচেয়ে ভীতিকর ‘বিহাইন্ড দ্য সিন’ গল্পগুলোর একটি হিসেবে পরিচিত।
অনেকে তো মজা করেই বলেন—
"আমার কঙ্কাল সিনেমায়? তাহলে অন্তত IMDB-তে নামটা দিও!" 😅