এক রাতে আলজেরিয়ার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার মাঝে একটি বড় গর্ত। তিনি ভাবলেন, এই অন্ধকার রাতে যদি কেউ এই গর্তে পড়ে যায়, তবে তো বিপদ হবে!
এই ভেবে তিনি একটি মোটা ডাল খুঁজে এনে গর্তের মধ্যে পুঁতে দিলেন, যাতে পথচারীরা দূর থেকে দেখতে পায় এবং সাবধানে পাশ দিয়ে যায়।
কেউ আর গর্তে পড়েনি ঠিকই, কিন্তু ডালটিকে হঠাৎ ভূত ভেবে ১৩ জন পথচারী ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল!
উপদেশ: ভালো কাজ করতে গিয়ে অনেক সময় বিপদ আরো বাড়তে পারে। তাই সাহায্য করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত।
כמו
תגובה
לַחֲלוֹק