৪০,০০০ বছর ঘুমিয়ে ছিল যে ম্যামথ!
১৯৭৭ সালে সাইবেরিয়ার জমাটবাঁধা বরফের নিচ থেকে দুর্ঘটনাবশত এক খনিশ্রমিকের বুলডোজারে উঠে আসে একটি অদ্ভুতদর্শন প্রাণীর দেহাবশেষ। পরে জানা যায়, এটি এক বাচ্চা ম্যামথের দেহ, যা হাজার হাজার বছর ধরে বরফের নিচে সুন্দরভাবে সংরক্ষিত হয়ে আছে।
বিজ্ঞানীরা এর নাম দেন “ডিমা”, পাশের একটি ছোট নদীর নামে। গবেষণায় জানা যায়, মৃত্যুকালে ডিমার বয়স ছিল মাত্র ৬ থেকে ৮ মাস, আর তার পাকস্থলীতে তখনও রয়ে গিয়েছিল মায়ের দুধের অবশেষ!
Like
Comment
Share