আইসল্যান্ডের নাগরিক ফেলিক্স গ্রেটারসন। ১৯৮৮ সালে তিনি ১১,০০০ ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৩০ ফুট নিচের তুষারঢাকা মাটিতে পড়ে যান। সেই দুর্ঘটনায় তিনি দুই হাত হারান। তিন মাস ধরে কোমায় ছিলেন তিনি।

অনেক বছরের চিকিৎসা ও অপেক্ষার পর, ২০২১ সালে ফ্রান্সে বিশ্বের প্রথম সফল ডাবল আর্ম ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় তার উপর। প্রায় ১৫ ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারের পর তিনি যেন পান এক নতুন জীবন।

অস্ত্রোপচারের আগে উপযুক্ত অর্গান ডোনারের জন্য তাঁকে পুরো পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে।

এখন তিনি নিজেই গাড়ি চালাতে, দাঁত ব্রাশ করতে, কুকুরকে হাঁটাতে পারেন, এমনকি মেয়ে ও নাতি-নাতনিদের আলিঙ্গনও করতে পারেন। সেই সাথে দৈনন্দিন জীবনের হাত দিয়ে অন্য সকল কাজকর্ম তো আছেই, তবে সতর্কতার সাথে।

ডাক্তারদের মতে, ফেলিক্স গ্রেটারসনের এই সাফল্য চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক মাইলফলক।

image