২০০১ সালে এক ব্যক্তি অবিশ্বাস্য এক উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন- তিনি নিজেকে একটি গাড়ির সিটের ভেতরে সেলাই করে ফেলেন!

তার পরিকল্পনা ছিল, গাড়িটি সীমান্ত পার হওয়ার সময় যেন গার্ডরা তাকে খুঁজে না পায়। তাহলেই তার 'আমেরিকান ড্রিম' বাস্তবায়িত হবে!

কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। তার ছদ্মবেশ খুব সহজেই ধরা পড়ে যায়, সীমান্তরক্ষীরা তাকে আটক করে ফেলে।

মাথায় কী থাকলে, কতদিনের পুরনো গা* টানলে এমন আইডিয়া আসে?

image