কল্পনা করুন এক দম্পতি, যাদের জন্মদিন একই দিনে, আর তাদের দুই সন্তানেরও জন্ম হল ঠিক সেই দিনেই! এমনই অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইওতে। সিয়েরা ব্লেয়ার ও তার বাগদত্তা জোসে আরভিন দু’জনের জন্মদিনই ১৮ আগস্ট।
২০২৩ সালের সেই দিনেই মধ্যরাতের কিছু পর, এক মিনিটের ব্যবধানে জন্ম নিল তাদের জমজ সন্তান, ছেলে José Ervin III ও মেয়ে Ar’ria Lannette Ervin। মজার ব্যাপার হলো, সিয়েরা ও জোসে এক বছর আগে একই দিনে জন্মদিনের কথা জেনে অবাক হয়েছিলেন, কিন্তু কখনও ভাবেননি তাদের প্রথম যৌথ জন্মদিন মাতৃত্ব কেন্দ্রেই কাটবে। দু’জনের পরিবারেই জমজ সন্তানের ইতিহাস থাকায় বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে।
প্রথমে সন্তানদের জন্মের তারিখ ছিল ২৮ আগস্ট, কিন্তু চিকিৎসক সিজারিয়ান করার পরামর্শ দেন ১৭ আগস্টেই, কারণ একটি সন্তান উল্টো অবস্থায় ছিল। তখন জোসে প্রস্তাব দেন, যদি সম্ভব হয় কয়েক ঘণ্টা অপেক্ষা করে সন্তানদের জন্মদিনও যেন তাদের মতো ১৮ আগস্ট হয়।
সিয়েরা তখন ক্ষুধায় কাতর থাকলেও রাজি হন, শর্ত দেন পরে এক সপ্তাহ আলুর সালাদ খাওয়াতে হবে! প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে জন্ম নেয় তাদের জমজ সন্তান। জোসে বললেন, “এটাই আমার জীবনের সেরা জন্মদিনের উপহার।” এখন তারা পরিকল্পনা করছেন, ভবিষ্যতে চারজনের জন্মদিন একসাথে বড় করে উদযাপন করবেন।