চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোলমরিচ গুঁড়ো করা থেকে শুরু করে আখরোট ভাঙা এবং দেয়ালে পেরেক ঠোকার মতো নানা কাজে তিনি এটি ব্যবহার করতেন।
বৃদ্ধা জানান, বহু বছর আগে তিনি এটি জমি থেকে কুড়িয়ে পেয়েছিলেন। জিনিসটি কী, তা তিনি জানতেন না। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ এসে নিরাপদে গ্রেনেডটি সরিয়ে নিয়ে যায়। সৌভাগ্যবশত, এতদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। এই অবিশ্বাস্য খবরটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
Like
Comment
Share