ছবিটি ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারী, ন্যাশানাল জিওগ্রাফিক চ্যানেল প্রকাশ করে।

ছবিতে দুইটি সাপ দেখা যাচ্ছে, একটি অজগর আরেকটি কিং কোবরা। দুজনেই সাইজে বড় এবং দুজনেই নিজেকে শ্রেষ্ট আর ক্ষমতাবান বলে মনে করে।এক পর্যায়ে অজগরটি ,কিং কোবরাকে দম বন্ধ করে দেয় এবং কিং কোবরা অজগরটিকে কামড়ে দেয়। দুটি সাপই মারা গেছে, একটি শ্বাসরোধে এবং অন্যটি বিষে।

image