নিজের দুই বছর বয়সী মেয়ের নিশ্চিত মৃত্যু হবে জেনে আগেই কবর খুঁড়েছিলেন চীনা এই বাবা।
ঘটনাটি ২০১৭ সালের। চীনের সিচুয়ান প্রদেশের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা ঝাং লিয়ং জানতে পারেন, তার দুই বছর বয়সী মেয়ে গুরুতর থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
মেয়েটির জীবন বাঁচাতে প্রয়োজন ছিল স্টেম সেল ট্রান্সপ্লান্ট, যার খরচ প্রায় দশ লক্ষ ইউয়ান (প্রায় পৌনে ২ কোটি টাকা)।
ঝাং লিয়ং ও তার স্ত্রী পরিবারের সমস্ত সঞ্চয় খরচ করেও চিকিৎসার ব্যয় বহন করতে পারেন নি। হতাশায় ভেঙে পড়েন ঝাং লিয়ং এবং নিজের হাতে মেয়ের জন্য একটি কবর খুঁড়ে রাখেন।
তার কথা ছিল, “যদি আমার মেয়ে একদিন এই পৃথিবী ছেড়ে চলেই যায়, তাহলে মৃত্যুর সঙ্গে পরিচয়টা যেন তার সাথেই আগে ভাগেই হয়ে যায়।”
তিনি প্রতিদিন সেই কবরের পাশে মেয়েকে নিয়ে সময় কাটাতেন; খেলতেন, গল্প করতেন, এমনকি সেখানে ঘুমাতেনও।
একদিন সেই দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। লাখো মানুষ তা দেখে আবেগাপ্লুত হয়ে ওঠে। চীনের ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মগুলো এক মাসেরও কম সময়ে চিকিৎসার পুরো খরচ তুলে দেয়।
ডাক্তারদের পরামর্শে ঝাং লিয়ং দম্পতি পরে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই ছোট বোনের কর্ড ব্লাড দিয়েই বড় বোনের জীবন রক্ষা করা হয়।
পরবর্তীতে এক ব্যবসায়ী তাদের সব চিকিৎসা-পরবর্তী খরচও বহন করেন।
অবশেষে বড় মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে। ঝাং লিয়ং তখন মেয়ের জন্য খোঁড়া সেই কবরটিতে মাটি ভরাট করে দেন, আর তাতে সূর্যমুখীর বীজ ছিটিয়ে দেন।