একপাশে ঘুমন্ত দুটি নিষ্পাপ শিশু। অন্যপাশে জীবনের সবচাইতে ভারী কলমটা হাতে নিয়ে বসে আছেন একজন বাবা। সই করছেন ডিভোর্স নোটিশে।

যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, যার জন্য সবটুকু বিশ্বাস জমিয়ে রেখেছিলেন, সেই স্ত্রী আজ অন্য কারো। বিশ্বাসঘাতকতার এই অসহনীয় চাপ তাকে বাধ্য করেছে জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিতে।

ঘুমন্ত বাচ্চা দুটো জানেও না, এই এক রাতেই তাদের পৃথিবীটা কেমন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাদের মাথার ওপর থেকে ছাদ সরে যাওয়ার শব্দ তারা শুনতে পাচ্ছে না। 😥

পরকীয়া—এই একটি শব্দ শুধু দুটি মানুষের সম্পর্ক ভাঙে না; এটি তছনছ করে দেয় একটি সাজানো সংসার, কেড়ে নেয় শিশুদের সুন্দর ভবিষ্যৎ।

আসুন, নিজের পরিবারকে সময় দেই। বিশ্বাস আর ভালোবাসায় একে অপরকে আগলে রাখি। একটি মুহূর্তের ভুল যেন সারাজীবনের কান্না না হয়ে দাঁড়ায়।

image