ইন্টারনেটে বিড়ালের ভিডিও দেখলে আপনার মানসিক চাপ কমে যেতে পারে ❤️🩹
আপনি কি ইন্টারনেটে বিড়ালের ভিডিও দেখতে পছন্দ করেন? বিড়ালের প্রতি রয়েছে আলাদা টান ও ভালোবাসা? বিড়াল আপনাকে মানসিক শান্তি দেয়?
তবে শুধু বাস্তব জীবনেই নয় , বরং অনলাইন এ বিড়াল এর ভিডিও দেখা আপনার সময় নষ্ট করবে না। কেননা বিড়ালের ভিডিও দেখা আপনার মন এর জন্য অনেক ভালো। এটি আপনাকে মানসিক ভাবে শান্তি দেয়, তাছাড়াও Comouters in human behavior এ প্রকাশিত গবেষণা অনুযায়ী বিড়ালের ভিডিও দেখা আপনার স্ট্রেস এর লেভেল কমাতে সক্ষম। হাজার হাজার মানুষের ওপর করা পরীক্ষায় এই সুন্দর বিষয়টি বেরিয়ে এসেছে।
তাই বাস্তব জীবনে না হলেও চাইলে অনলাইন এ বিড়াল দেখতে পারেন। এটি কোনো টাইম ওয়েস্ট নয , বরং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।