৪০ লক্ষ টাকা পাঠিয়েছে বিদেশ থেকে টাকাও গেল স্বামী ও গেল!
টাঙ্গাইলের ঘাটাল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের এই মেয়ে সখিনা বিদেশ গিয়েছিল টাকা কামাই করার জন্য, বিদেশ থেকে তার স্বামীর কাছে 40 লক্ষ টাকা পাঠিয়েছে, স্বামীর জন্য বিদেশ থেকে ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে এসে দেখেন, তার স্বামী আরেক মেয়েকে বিয়ে করে সংসার পেতে সুখে দিন কাটাচ্ছে, এখন তার স্বামীর বাড়িতে বসে চোখের পানি ঝরছে আর কান্না করছে,সকিনা আর স্বামী বলতেছে আমি তোমাকে চিনি না, তোমার কাছ থেকে আমি কোন টাকা পয়সা নেই নাই, দুনিয়া থেকে মোহাব্বত বলতে কিছু নেই সব কিছু উঠে গিয়েছে।
কারো জীবনে এরকম কোন কিছু না হোক....
কারও কষ্ট করা সব টাকা কাওকে দেওয়া উচিত না। সকলকে ইনকামে আগ্রহী করা উচিত...
অনেক প্রবাসীর চোখের পানির মূল্য আমরা দিতে পারব না...
আপনার মতামত কি?