৪৪ সন্তানের জননী, একাই লড়ছেন জীবনের সাথে

মারিয়াম নাবাতানজি, উগান্ডার এক সাহসী নারী। ২০২৩ সালের হিসাবে বয়স ৪১ বছর। মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় তাঁর, আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই শুরু সেখান থেকেই। স্কুলে যেতে পেরেছিলেন মাত্র একদিন। তারপর একে একে ৪৪ সন্তানের মা হয়েছেন তিনি, যাদের মধ্যে প্রায় ৩৮ জন বর্তমানে জীবিত।

বিভিন্ন পারিবারিক কারণে তাঁর স্বামী সংসারের দায়িত্ব ছেড়ে চলে যান। সেই থেকে একাই সন্তানদের দেখভাল করে চলেছেন মারিয়াম। জীবিকা নির্বাহের জন্য তিনি চুল কাটা, ভেষজ ওষুধ তৈরি, স্থানীয় অনুষ্ঠানে গান গাওয়া ইত্যাদি নানা ধরনের কাজ করেন।

অস্বাভাবিক গর্ভধারণের পেছনের বৈজ্ঞানিক কারণ

মারিয়ামের শরীরে রয়েছে একটি বিরল জেনেটিক অবস্থা, যার নাম Hyperovulation Disorder।

স্বাভাবিকভাবে, প্রতি মাসে নারীদের শরীরে একটি ডিম্বাণু নিঃসৃত হয়। কিন্তু মারিয়ামের ক্ষেত্রে মাসে একাধিক — প্রায় ৩ থেকে ৪টি — ডিম্বাণু নিঃসরণ হয়। ফলে প্রতিবার গর্ভধারণে একাধিক ভ্রূণ গঠিত হয় এবং বহু সন্তানের জন্ম হয়।

সন্তানদের সংখ্যা ও ধরন এই রকম:

ধরন সংখ্যা

যমজ (Twins) ৬ জোড়া = ১২ জন
ত্রিশ (Triplets) ৪ সেট = ১২ জন
চতুর্থ (Quadruplets) ৩ সেট = ১২ জন
একক সন্তান ৮ জন
মোট ৪৪ জন

জীবনের প্রতিদিনের লড়াই

এত বড় পরিবারের খাবারের চাহিদাও বিশাল। প্রতিদিন প্রায় ২৫ কেজি চাল ও ৭ কেজি মাছ বা মাংস প্রয়োজন হয় সন্তানদের খাওয়াতে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মারিয়াম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারেননি, কারণ তা তাঁর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত।

তাঁর জীবন আমাদের সামনে তুলে ধরে একজন মায়ের দৃঢ়তা, আত্মত্যাগ আর সহনশীলতার এক বাস্তব প্রতিচ্ছবি।

image