কালাচ বা কমন ক্রেইট (Common krait) ।
এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার এক মূর্তিমান আতঙ্কের নাম। হ্যাঁ সত্যিই বলছি, এর কাছে Russell's Viper, গোখরা সাপ কিছুই না। কী কারণে জানেন?
শুনেন তাহলে...
কালাচ সাপের বিষ নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে (যেমন - মস্তিষ্ক এবং মেরুরজ্জু) প্রভাবিত করে।
এতেও সমস্যা ছিল না। ভয়ংকর বিষয় হচ্ছে,এরা গভীর রাতে বিছানায় গিয়ে আপনার অজান্তেই আপনাকে কামড়াবে। আরও ভয়ংকর বিষয় হচ্ছে,এরা কামড়ালে তেমন বুঝা যায়না, খুব ছোট বিষদাঁত হওয়ায় হালকা ব্যাথা হয়। কামড়ের ফলে কোনো গভীর ক্ষত হয়না, ব্যাথাও হয়না।
গভীর রাতে কামড়ায় এবং এর কামড়ের তেমন লক্ষণ বুঝা যায় না বলে এই সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়।
অন্যান্য সাপ যেখানে মানূষ দেখলে এড়িয়ে চলে, সেখানে কালাচ সাপ উষ্ণতা পছন্দ করে। হয়ত আপনি বিছানায় আয়েশ করে এককাত হয়ে ঘুমাচ্ছেন, গভীর রাতে এরা আপনার বিছানার কাছে যেয়ে একটু উষ্ণতার খোঁজে আপবার বিছানার কাছে যেয়ে আপনার শরীর ঘেষে অবস্থান নেবে, আর আপনি যখন ঘুমের ঘোরে উল্টোপাশে ঘুরবেন, তখনি সে আঘাত পেয়ে শত্রু ভেবে আপনাকে ছোবড় মেরে বসবে, আপনার শরীরে ঢুকিয়ে দেবে মারাত্নক নিউরোটক্সিন বিষ, যা ধীরে ধীরে আপনার সেন্ট্রাল স্নায়ুতন্ত্রকে বিনষ্ট করবে।
অনেকসময়, এই সাপ ঘুমের মধ্যে কামড়ে দ্রুত চলে যায়, তখন আরো বুঝার উপায় থাকেনা, কিসে কামড়েছে রোগীকে। আর যতক্ষনে উপসর্গগুলো দেখা দেয়, ততক্ষনে অনেক দেরী হয়ে যায়, আর তাতেই সময় সপ্লতার কারণে বেশিরভাগ রোগী মারা যায়।
এর সাপের কামড়ের কিছুক্ষণ পর লক্ষণ দেখা যায়...
১. পেটে ব্যাথা
২.ঝাপসা দৃষ্টি
৩.বমি বমি ভাব
৪.চোখের পাতা পড়ে আসা।
৫. ঘাড় সোজা রাখতে না পারা
এই সাপ এখন সারা বাংলাদেশেই দেখতে পাওয়া যাচ্ছে। আর সারা বাংলাদেশেই এই সাপে কাটার খবর পাওয়া যাচ্ছে।
তাই এখনই সময় সবাই সাবধান হউন, রাতে জানালা খুলে ঘুমাবেন না, বিছানা ভালোভাবে পরিষ্কার করে দেখে ভালোভাবে মশারী লাগিয়ে ঘুমাবেন।
রাতে বাইরে বের হলে অবশ্যই লাইট নিয়েই বের হবেন।