তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব আটখালী গ্রামের ৮২ বছর বয়সী সিরাজুল ইসলাম। তার এই ব্যতিক্রমী চিন্তা ভাবনাময় বৃক্ষরোপণের জন্য সবাই চেনেন।
তিনি ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেছেন এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি তার আগ্রহ ছিল। তিনি বিশ্বাস করেন, গাছ অক্সিজেন, ছায়া এবং ফল দেয়, যা ক্লান্ত পথিককে শান্তি ও বিশ্রাম এনে দেয়।
তিনি আরো বলেন আমরা যদি জানতাম গাছ আমাদের প্রাণিজগতের জন্য কতটা উপকারী তাহলে ভুল করেও কেউ কখনো একটা গাছও কর্তন করতামনা না - আমাদের একটা গাছ কর্তনের বিপরীতে দশটা লাগানো উচিত
তার এ ধারণাই তাকে অসাধারণ মানসিকতার অধিকারী হিসেবে তাকে প্রকৃতির সুপার হিরো বানিয়েছে।
অবশ্যই তার থেকে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত ❤️