মার্ক উবেনহর্স্ট নামে এই ব্যক্তি ডায়াবেটিস ইনসিপিডাস নামক এক বিরল রো*গে আক্রা*ন্ত। যার কারণে ইনি সবসময় তৃষ্ণা অনুভব করেন এবং বার বার প্রস্রাব করার মত বিড়ম্বনায় পড়তে হয়৷

তিনি দিনে টানা ২০-২২ লিটার পানি পান করেন। যদি কোনো কারণে পানির পরিমাণ কম হয়ে যায় তাহলে কয়েক ঘন্টার মধ্যে ডিহাইড্রেশনের কারণে চরম ঝুঁকির মধ্যে পড়তে পারেন৷ তিনি জানিয়েছেন ১ ঘন্টার বেশি তার পক্ষে পানি পান না করে থাকা সম্ভব নয়৷ যার কারণে তিনি ঠিক মত ঘুমাতেও পারেন না!

image