ক্রোয়েশিয়ার ডালমাশিয়া অঞ্চলে রয়েছে এক অনন্য জলাশয়, যাকে বলা হয় “Eye of the Earth” বা পৃথিবীর চোখ। এটি মূলত সেতিনা নদীর উৎস।
উপরে থেকে এটি দেখলে মনে হয় পৃথিবীর বুকের ওপর একটি বিশাল নীলচে চোখ খোদাই করা আছে। গভীর নীল কেন্দ্রকে ঘিরে সবুজাভ পানির বৃত্ত একে চোখের আকৃতি দিয়েছে। আবার অনেকেই এটা দেখে মানব শরীরের বিশেষ অঙ্গের সাথে তুলনা করে।
এটির গভীরতা অন্তত ১১৫ মিটার হিসাবে ধরা হয়, তবে প্রকৃত গভীরতা এখনো পুরোপুরি মাপা যায়নি। পানির রঙ কখনো গাঢ় নীল আবার কখনো টারকয়েজ সবুজে ঝলমল করে।
এটি ডিনারা পর্বতমালার পাদদেশে, ছোট্ট গ্রাম সেতিনার কাছে অবস্থিত। এখান থেকেই সেতিনা নদীর যাত্রা শুরু হয়, যা পরে এড্রিয়াটিক সাগরে গিয়ে মিশেছে।
Like
Comment
Share