এক উদ্ধত অহংকারীকে মহান আল্লাহ একদিনের ব্যবধানে কিভাবে লাঞ্চিত, অপমানিত করলেন তা সত্যিই বিস্ময়কর।
সে তার উদ্ধত জিহ্বার মাধ্যমেই আজ লাঞ্চিত।
সে অভিশপ্ত।
নারীজাতির প্রতি তার অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা আমাদের স্তম্ভিত করেছে।
আমি ভাবছি, কল রেকর্ডটা ঘুরতে ঘুরতে তার মা, মেয়ে, বোন ও স্ত্রীর কাছে পৌঁছলে বিষয়টি কি দাঁড়াতে পারে।
এদের কাছে নারীরা কেবলই পণ্য।
.
নারীরা বুঝুন। এদেরকে পরিত্যাগ করুন।
হে অহংকারী, সাবধান হও। এরপর তোমার পালা!
তুমিও মূহুর্তেই হয়তো ধরাশায়ী হতে পারো।
.
ইসলামের বিষোদগার করে কেউ কখনোই টিকে থাকতে পারে না।
এই শ্বাশ্বত সত্য সর্বদাই প্রমাণিত । তাই,
দায়িত্বশীলগণ, প্লিজ এদের আপনাদের আশপাশ থেকে হটিয়ে দিন।
Like
Comment
Share