একজন বাধ্যগত স্বামীর ইতিকথা ~😜
স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?
স্বামী --অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে ।
বৌ--- সর্বনাশ, সেকি। তোমার কিছু হয়নি তো?
স্বামী ---- আমি তখন বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
বৌ---- আল্লাহ বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ।
সন্ধ্যার সময় টিভি চালিয়ে বৌ শুনলো, যারা মারা গেছে তাদের পরিবারকে সরকার ২০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন ।
বৌ -- কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না । জ্বালিয়ে খেলে আমাকে সারা জীবন।
😂😂😭😂😂
তারপর কেটে গেছে বেশ কিছুদিন .........
স্বামী আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে, বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?এত চুপচাপ কেন?
স্বামী :-আর বোলোনা,আমাদের অনেককেই বান্দরবন, খাগড়াছড়ি বদলি করে দিয়েছে।
বৌ :-কেন?
স্বামীঃ-এটা শাস্তির বদলি।
বৌ :-শাস্তি কেন?
স্বামী :-অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।
বৌ :-ও, যাক তুমি চিন্তা কোরোনা, আমি সব সামলে নেব,বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।
স্বামী :-শুধু তো বদলি নয়, আরও শাস্তি স্বরূপ সরকার ঠিক করেছে ওদের মাইনে ওদের হাতে না দিয়ে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।
বৌ :-আরিব্বাস্ ,তুমি একদম চিন্তা কোরোনা,আমি ঠিক মত টাকা পাঠিয়ে দেব।
স্বামীঃ-তা কি করে হবে, তোমার আপত্তির জন্য আমি তো কবেই সিগারেট ছেড়ে দিয়েছি।
বৌ :- হায়রে পোড়া কপাল আমার, তুমি একটা আস্ত কাপুরুষ, নইলে কেউ বৌয়ের কথায় ওঠ বস করে।
Saiful Islam
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?