আপনি যদি অনুভব করেন বা লক্ষ্য করেন, যে আপনার চলাফেরা ও কথাবার্তার মধ্যে আল্লাহর যিকির নেই। (সুবহানাল্লাহ, আল হামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ... লা হাওলা ওয়ালা কুওয়াতা... লা ইলাহা ইলাল্লাহ.. ইন শা আল্লাহ, মা শা আল্লাহ... ইত্যাদি) তবে নিশ্চিত হোন যে আল্লাহ আপনাকে অপছন্দ করছেন।
দুনিয়াতে মানুষের উপর আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে, তার জিহ্বাকে আল্লাহর যিকির থেকে বিরত রাখা।
-ইমাম ইবনুল কাইয়্যেম রহ.