যখনই বিপদে পড়বেন তিনটি কাজ অবশ্যই করবেন।
১. সাদাক্বাহ (দান)।
২. ইস্তিগফার (হাদিসসম্মত উপায়ে আল্লাহর নিকট গোনাহ্ থেকে ক্ষমা প্রার্থনা। এটি জপতে পারেনঃ "রাব্বিগফিরলি", "আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি"
৩. দরুদ পাঠ (হাদিসসম্মত হলে উত্তম। "আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ" পাঠ করে সংক্ষেপে দরুদ পড়তে পারেন)।
এগুলো খুব দ্রুত উপকার পৌঁছায়। হাদিস দ্বারাও এসব আমল প্রমাণিত। সাথে হাদিসসম্মত উপায়ে দু'আ তো করবেনই।
আমাদের মনে রাখতে হবেঃ
"যে অণু পরিমাণ ভালো করবে সে তার প্রতিদান পাবে,
আর যে অণু পরিমাণ খারাপ করবে সেও তার প্রতিদান পাবে" (সূরা যিলযালঃ৭-৮)।
মনে রাখবেন, যা চেয়েও পাননি, যার পেছনে ছুটেও লাভ হয়নি, তাতে আপনার জন্য বিন্দুমাত্র কল্যান ছিল না!
আপনি যা যা পেয়েছেন, আপনার সাথে যা যা ঘটছে, সবকিছুই আপনার জন্য উত্তম এবং কল্যানকর!
আর যা যা আপনার ছিল কিন্তু এখন নেই, যা আপনার আয়ত্তে ছিল কিন্তু বর্তমানে নেই, তার মধ্যে আপনার জন্য কোন কল্যানকর কিছুই ছিল না!
আল্লাহ সুবাহানাহু ওয়া তা'য়ালা বলেছেনঃ
"হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।" (সূরা আল-বাকারাহঃ২১৬)।
"আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই।" (সূরা আত-তালাক্বঃ৩)।
আল্লাহু আকবর। আমিন।