ডেফিনেশান অফ সাকসেস...
.
যখন জন্মালাম তখন বাবা-মা ভাবলো এটা তাদের সাকসেস, তারপর যখন হাটতে শিখলাম মনে হল এটা সাকসেস, আবার যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস !
.
এরপর স্কুলে গেলাম এবং শিখলাম ফার্স্ট হওয়াটা সাকসেস । এরপর বুঝলাম যে আসলে মাধ্যমিকে জিপিএ ৫ পাওয়াটা সাকসেস । কিন্তু ভুল ভাঙলো এবং বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্ট-টা ধরে রাখাই সাকসেস !
.
এখানেই শেষ নয়.. এরপর বুঝলাম ভালো ভালো সাবজেক্ট, ঢাবি, মেডিকেল, ইন্জিনিয়ারিং, পাবলিক এ চান্স পাওয়াটাই সাকসেস ! পরে আবার ভুল ভাঙলো.. বুঝলাম এগুলা কিচ্ছু না, পড়া শেষে চাকরী পাওয়াটাই আসল সাকসেস !
.
এরপর আবার বুঝলাম, না.. নিজের টাকায় একটা ফ্ল্যাট, বাড়ী, গাড়ি কেনাটাই সাকসেস । পরক্ষণে আবার ভুল ভাঙলো, এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস । বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস । ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটা সাকসেস, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটা সাকসেস । এরপর এলো রিটায়ারমেন্ট, তারপর অনুভব করলাম সারা জীবনের জমানো টাকার সঠিক ইউটিলাইজেশন ই সাকসেস !
.
এরপর যখন সবাই মিলে কবরে নামিয়ে দিল, তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই সাকসেস নয়, পুরোটাই কম্পিটিশন । যার মূলে রয়েছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না !
.
[ সংগৃহীত ]
#admin_post