ডানে গরম, বামে গরম  
গরম দেখি সবখানে,  
জ্যামে গরম, ফ্যানে গরম  
বুঝিনা গরমের মানে  
হাটে গরম, মাঠে গরম  
নিত্য গরম, চিত্ত গরম  
চাতক মাখছে রোদ  
তপ্ত বাতাস আগুন হাওয়া  
একটানা বিরক্তিবোধ!  
  
Time: 06.41 PM  
Date: 20-11-2020  
Location: Sherpur,Bogura  
#iStudio_Photography
		
 
						Synes godt om
			
			 Kommentar 		
	
					 Del				
						 
											 
			 
			 
			 
			 
			