মার্কাস অরিলিয়সের যে সব সূত্র রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো এমন- আমাদের সবার জীবনে দুই ধরনের সমস্যা রয়েছে। আমরা যদি সমস্যার অন্তঃমূলে প্রবেশ না করে সমস্যাকে ভয় পাই এবং সমস্যার জন্য সর্বদা অন্যকে দায়ী করি তবে রাগ-হিংসা-ঈর্ষা ইত্যাদি আমাদেরকে এমনভাবে গ্রাস করবে যা সমস্যাগুলো সমাধান না করে বরং বাড়িয়ে দেবে।সম্রাট মার্কাস অরিলিয়সের মতে দুই ধরনের সমস্যার মধ্যে এক প্রকার হলো এমন যার সমাধান অসম্ভব। এ ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হলো সমস্যাটি মেনে নেয়া, সমস্যার ক্ষয়ক্ষতির জন্য আফসোস না করা এবং সমস্যার সাথে মানিয়ে নিয়ে সামঞ্জস্যপূর্ণ জীবন যাপন করা। দ্বিতীয় প্রকার সমস্যা যার সমাধান করা সম্ভব সেগুলো নিয়ে বিতর্ক না করে যত দ্রুত তা সমাধান করার উদ্যোগ গ্রহণ করা।
お気に入り
コメント
シェア