প্লেটো জ্ঞানী লোকদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং এ ক্ষেত্রে প্লেটো আরো একধাপ এগিয়ে জ্ঞানীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, জ্ঞানীরা রাজনীতি না করলে দুর্জনের রাজনীতি অনিবার্য হয়ে পড়ে এবং জ্ঞানীদের ওপর তখন দুর্জনরা কর্তৃত্ব চালাতে থাকে।