ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। এই যুবকের নাম মামুন আহমেদ (৩৩)। তাকে যৌন হয়রানির অভিযোগে ৪ বছর ৪ মাস জেল দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছর অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন।
Beğen
Yorum Yap
Paylaş