বাবা Vs ছেলে
বাবা: আমার জন্য দোকান থেকে একটা
drinks নিয়ে আসতো 😉
ছেলে: বাবা,ঠান্ডা নাকি গরম?
বাবা: অবশ্যই ঠান্ডা 😉
ছেলে : বাবা, পেপসি নাকি কোক? 😉
বাবা : পেপসি নিয়ে আয়
ছেলে : টিনের নাকি বোতলের?😏
বাবাঃ টিনের 😉
ছেলেঃ নরমাল নাকি ডুয়েট? 😏
বাবা : যা লাগবে না পাণি নিয়ে আয় 😉
ছেলেঃ খাওয়ার জন্য নাকি ওজুর জন্য
বাবাঃ খাওয়ার জন্য 😤
ছেলেঃ গ্লাসে করে নাকি জগে করে 😏
বাবাঃতুই আমার চোখের সামনে থেকেযা
ছেলেঃ এখন যাবো নাকি পরে 😏
বাবাঃ এখ্খনি যা 😤😤
ছেলেঃ দোড় দিয়ে নাকি পায়ে হেটে
বাবাঃ তোকে আমি মেরে পেলবো
ছেলেঃ দা দিয়ে নাকি বটি দিয়ে
বাবাঃ বটি দিয়ে 😢
ছেলেঃ টুকরো টুকরো নাকি এমনিতে
বাবাঃ তুই আমার চোখের সামনে থেকে
সর😠😤
ছেলেঃ একা যাবো নাকি তোমাকে নিয়ে
বাবাঃ তোর উপর গজব পড়ুক😤😡
ছেলেঃ বাবা,ঠাডা নাকি ভূমিকম্প?
বাবাঃ আল্লাহ, আমার হার্টে পেইন হচ্চে
ছেলেঃ বাবা, হসপিটালে নিয়ে যাবো
নাকি ডক্টর ডাকবো? 😏
বাবাঃ আমাকে ইকটু পাণি দে 😢
ছেলেঃ ঠান্ডা নাকি গরম? 😏
বাবাঃ কেউ ওর মুক টিপে ধর 😢😡😠
ছেলেঃ মা ধরবে নাকি তুমি? 😏
বাবাতো বেহুশ হয়ে পড়ে গেলো 😵😵
তখন ছেলে গিয়ে বল্ল 😗
মারা গেছো নাকি ঘুম পেয়েচে?🧐