রাসূল সাঃ যখন ফাতিমা রা কে কানে ফিস ফিস করে বললো যে তিনি অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিবেন তখন ফাতিমা রা কেঁদে উঠলেন। পরক্ষনেই তিনি যখন দ্বিতীয় বার কানে ফিস ফিস করে বললেন যে আমার পরে তুমিই প্রথম যে আমার কবরের সঙ্গী হবে। এবার ফাতিমা হেসে উঠলেন।
এই বিষয়টা আপনি বর্তমান যুগে কোনো বাবা মেয়ের সম্পর্কের সাথে তুলনা করতে পারবেন? বাবা যদি কোনো সন্তানকে বলে আমার মৃত্যুর পর তোমার মৃত্যু হবে, এই কথা শুনেই তো ওই ছেলে বা মেয়ে পাগল হয়ে যাবে। বর্তমান যুগে যারা সো কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স শিখায়, তাদের আদৌ কোনো ধারণা আছে কি যে রাসূল সাঃ EQ তে লিজেন্ড ছিলেন?
Gefällt mir
Kommentar
Teilen