কাবিনঃ মাত্র ৫ হাজার টাকা 😘
আমার চাওয়া ছিলো "বেশি টাকা কাবিন করে ডিভোর্স হলে অনেক টাকা বসে বসে খাওয়ার মত দুর্ভাগ্য যেন আল্লাহ আমাকে না দেন "
.
আমি আল্লাহর কাছে এটাই চাইছি যেহেতু আমরা ২জনেই ছোট জব করি আল্লাহ জাস্ট আমাদের সুস্থ রাখলেই হবে পরিশ্রম করলে টাকা আসবে আমাদের কাছে ইনশাআল্লাহ
.
৫হাজার টাকা কাবিনে বিয়ে গ্রামে গঞ্জে আমার এই বয়সে শুনি নাই, এই কথা শুনে মুরুব্বি রা মাতামাতি শুরু করে দিসেন। এটা কিভাবে সম্ভব
প্রচুর মাতামাতি হচ্ছিলো,ঝামেলা শুরু হয়ে গেছিলো
কাজী কে ডেকে আমি আনলাম, বুঝিয়ে বললাম
.
ইসলামে ত ১০ দিরহাম মানে ৩ হাজার এর মত কাবিন দেওয়ারও সুযোগ আছে
আর আমরা তথাকথিত সামাজিক রীতির বাইরে বের হতে চাই
আমরা কম কাবিনেই বিয়ে করব।
.
তখন কাজী সাব বললেন "তুমরা রাজি হলে আমার কোন সমস্যা নাই "
আমার কথা হল "বিয়ের আগেই কেন ডিভোর্সের চিন্তা করতে হবে???
বিয়েতে আল্লাহর রহমত থাকলে বেশি টাকার কাবিন আমার জীবনে প্রয়োজন নাই
.
সব কিছুর জন্য মহান আল্লাহর নিকট শোকরিয়া 🥰