ইবলিশ শয়তানের ৯টি সন্তান রয়েছে।
যেমনঃ-
(১) যালীতুন:- বাজার গুলোতে নিয়ন্ত্রন করে,আর নিজের পতাকা গেড়ে থাকে।
(২) ওয়াসীন:- মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োযিত থাকে।
.
(৩) লাকূস:- অগ্নি পূজারীদের সাথে থাকে।
(৪) আ ওয়ান:- শাসকদের সাথে থাকে।
(৫) হাফফাপ:- মদ্যপায়ীদের সাথে থাকে।
.
(৬) মুররাহ:- গান-বাজনা কারীদের সাথে থাকে।
(৭) মুসাব্বিত:- বাজে কথা বার্তা সর্বত্র পৌছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে।
.
(৮) দাছিম:- ঘরের মানুষদের ভাল কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়।
(৯) ওয়ালহান:- অযূ নামাজ ও অন্যান্য এবাদতে কুমন্ত্রনা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
....
(আল মুনাব্বিহাতি লিল আছকালানী,পৃঃ ৯১)
আল্লাহ তায়ালা বিতাড়িত শয়তান থেকে আমাদের সকলকে হেফাজত করুন,আমীন।
Like
Comment
Share