একজন আর্মি অফিসার চাইলেই সেনাবাহিনীর নিয়ম ভেঙ্গে যা খুশি তাই করেন না কারণ তিনি জানেন এতে তার পদবী চাকরী বাতিল হয়ে যাবে । ঠিক তেমনি একজন মুসলিম চাইলেই যা খুশি তাই করতে পারেন না । করলে তাকে জবাবদিহি করতে হবে এবং সে অনুযায়ী শাস্তিও পেতে হবে ।
যে নিজেকে মুসলিম দাবী করেনা, তার কথা ভিন্ন । সে তো কোয়ালিফাই করেনা ভালো মন্দের । তার তো মূল যেটা সেই ঈমান-ই নাই । আর যে আল্লাহ ও তাঁর রাসুলের উপর ঈমান আনার মাধ্যমে নিজেকে মুসলিম দাবী করে, সে আর চাইলেও নিজের খেয়াল খুশির অনুসরণ করবেনা । এটাই ইসলামের দাবী ।
Like
Comment
Share