আমি অনেক ট্যালেন্ট হান্ট শোতে বিচারকের দায়িত্ব পালন করেছি। কিন্তু টফি স্টার সার্চ বাকিসব শো থেকে একদমই আলাদা। সারাদেশ থেকে বিভিন্ন বয়সের, বিভিন্ন ক্ষেত্রের ট্যালেন্টেড ছেলেমেয়েরা এখানে পারফর্ম করছে, এতো কাছ থেকে অসাধারণ সব পারফর্ম্যান্স দেখতে পারা দারুণ এক অভিজ্ঞতা। সময়গুলো আমি দারুণ উপভোগ করেছি। কোভিড পজিটিভ হওয়ার কারণে গত দুইসপ্তাহে সবার সাথে যোগ দিতে না পারলেও আমার মনটা সেখানেই পড়ে আছে। আমাকে এমন দারুণ আয়োজনের সাথে যুক্ত করায় টফিকে অনেক ধন্যবাদ।
আপনারা আমার উপভোগ করা মিষ্টি কিছু মুহূর্ত দেখতে পাচ্ছেন। এমন আরও অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে টফি স্টার সার্চ দেখতে পারেন আরটিভিতে, বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় এবং টফি অ্যাপে যেকোনো সময়ে।

처럼
논평
공유하다