শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। ছাত্রদের বললেন—
শিক্ষক: বলতে পারো লিগাল আর লজিকাল কথাটির পার্থক্য।
ছাত্র: উঠে বললেন, স্যার আপনার বয়স ৬০ বছর।আপনার স্ত্রীর বয়স ২০। এটি লিগাল। কিন্তু লজিক্যাল নয়।
শিক্ষক: আর লজিক্যাল কী?
ছাত্র: স্যার আপনার স্ত্রী ২৫ বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলেন। এটি লজিক্যাল, কিন্তু লিগাল নয়।
শিক্ষক মহাশয় ক্লাশ ছেড়ে সেই যে নিরুদ্দেশ হলেন, এখনো সন্ধান মেলেনি।
Mi piace
Commento
Condividi