কি? কি চিন্তা করেন এই চিত্রটা দেখে? কোন পর্যায়ে পৌছে গেছে আমাদের দেশটা! কতটা অসহায় হলে মানুষ এরকম ১০ টাকার তেল খরিদ করে!🥺 কষ্ট লাগে অনেক এটা ভাবলে! দ্রব্য মুল্যের দাম বাড়ছে তো বাড়ছেই। সাধারন লোকজন পারছেনা চিৎকার করে বলতে যে তারা আর পারছেনা আসলে এরকম করে লাগামহীন মূল্য বৃদ্ধির সাথে তালমেলাতে। তাদের তো আর ব্যয় বৃদ্ধির সাথে সাথে আয় ও বৃদ্ধি পায়না সপ্তাহে সপ্তাহে।
এখন ভাবুন সাধারন মানুষ কি করবে ঐ সব বা*ফেলানো মাথাপিছু আয় বাড়া কাগজে লেখা সমিকরণ দেখে?😡 কি হবে এত লোমফেলানো উন্নতির খবর মিডিয়ায় ফলাও করে প্রচার করে,যদিনা মানুষ তিনবেলা ঠিকমত খেয়েপরেই বাঁচতে পারে। হ্যা এটাই তো বলবেন যে, কেউতো আর এখন না খেয়ে থাকেনা? জ্বী, না খেয়ে থাকতে হয়না হয়তো তদের কিন্তু ঐসকল নিম্ন বিত্ত্ব লোকেরা সারামাস জুড়ে যে মূল্যের খাবার খেয়ে কোনরকম দিনযাপন করে তারচেয়ে বেশি মূল্যোর খাবার (১)এক দিনে খায় আপনাদের মত এলিট শ্রেণীর লোকদের বাসার পোষা প্রানীটি। ওসব বড় বড় রাস্তাঘাত,ব্রিজ, উচু উচু বিল্ডিং দেখে গরিব লোকগুলোর পেট ভরবেনা তারা, শান্তিতে তিনবেলা খেয়ে পরে বাঁচতে পারলে সস্তিতে নিশ্বাস ফেলতে পারবে এটাই চাওয়া তাদের।
দূর্নীতি দেশের প্রতিটা রন্ধে রন্ধে পৌছে গেছে দেখার যেন দায়িত্বশীলদের বেঞ্চে কেউইনেই!
আহাঃ...কি পরিচালনা ব্যাবস্থা আমাদের দেশের! প্রতিবাদের ভাষা বা অন্যকোন ধরন আমার কাছে এই মুহুর্তে নেই...!!🤐🤐
#collected

Md Nazrul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?