আমি দু‘আ করলেও দু‘আ কবুল হয় না, যা চাই তা পাইনা, চাই একটা আর পাই অন্যটা!
আমরা হয়তো যা চাই তা হুবহু পাইনা, মন খারাপ করি আক্ষেপ করি অভিমান করে নামাজ কালাম সব বাদ দিয়ে মনমরা হয়ে থাকি!
কিন্তু আশ্চর্যের বিষয় আমি যা চাই তা থেকেও ভালো কিছু আমি পেয়ে যাই। হ্যাঁ এটাই সঠিক এবং বাস্তব সত্য।
আপনি খেয়াল করলে দেখবেন আপনি যা যা চেয়েছেন, যা যা দু‘আ করেছেন, তা হুবহু আপনি পাননি তা ঠিক; কিন্তু আপনার বর্তমান সময়ে আল্লাহ তা'য়ালা আপনাকে যা যা দিচ্ছেন তা আপনার চাওয়া থেকেও উত্তম। কিভাবে?
▪️আপনি অর্থ-সম্পদ চেয়েছেন, আল্লাহ দেননি; কিন্তু এর সমপরিমান বিপদাপদ থেকে আপনাকে রক্ষা করেছেন।
▪️আপনি উত্তম জীবন এবং জীবিকা চেয়েছেন কিন্তু এর কিছুই পাননি; বিনিময়ে আল্লাহ তা'য়ালা আপনাকে সুস্থ রেখেছেন এবং আপনার দু‘আর অংশ পরকালের জন্য উপহারস্বরূপ সঞ্চিত রেখেছেন।