মাথা পিছু আয় ২৫৯১ মার্কিন ডলার যা বাংলা টাকায় ২,২২,৭২২.৩৬ টাকা
#ছবিঃ১ রাত পোহালেই তার আয় বাড়ছে, সে টেরই পাচ্ছে না। অজান্তেই সে বড়লোক হয়ে যাচ্ছে। মাথাপিছু আয় আরও বাড়ছে। আড়াই হাজার ডলার ছাড়িয়ে যাচ্ছে। রাত পোহালেই সে বড়লোক হয়ে যাচ্ছে। জাস্ট একটা রাত।হয়ত পরের রাত থেকেই ২৮ হাজার টাকার বালিশে রাখতে পারবে মাথা।
#ছবিঃ২ মাথাপিছু ২৫৯১ ডলার আয় করা একটি জাতি টিসিবি'র কমদামি পণ্য কিনতে মরিয়া!!!জায়গায় জায়গায় শতশত মানুষের লাইন।
#ছবিঃ ৩,৪ কি?কি ভাবছেন? নিম্নবিত্ত দূরের কথা, মধ্যবিত্তরাই শুধু কাতরাচ্ছে, চিৎকার করে বলতে চাচ্ছে লাগামহীন বাজারে কতোটা ভীত, কতটা অসহায়। চাইনিজদের মত সিদ্ধ খাওয়ার অভ্যাস করুন। তেলের দাম এখনই ৮০০ টাকা ৫ লিটার!
#collected

Gefällt mir
Kommentar
Teilen