এক লোক বিবাহ বিচ্ছেদ করতে উকিলের কাছে গেল। উকিল বললেন—

উকিল: মামলার জন্য দশ হাজার টাকা লাগবে।

লোক: বলেন কি? দশ হাজার টাকা!

উকিল: হ্যাঁ।

লোক: উকিল সাহেব আমার দশ হাজার টাকা থাকলে কি আর ডিভোর্স দিতে হয়?

উলিক: ভাই আপদ বিদায় করবেন, একটু তো খরচ করতেই হবে নাকি?

লোক: বিয়ের সময় পুরোহিত নিয়েছিল মাত্র একশ টাকা। এখন দেখছি সস্তার তিন অবস্থা!