রাতের অন্ধকারে কী একটা শব্দ শুনে সিকিউরিটি গার্ড তার কুকুরকে বললেন-

গার্ড: যাও তো, গিয়ে দেখে এসো, কী হচ্ছে ওখানে।

কুকুর: গরজ থাকলে নিজেই যান, বস।

গার্ড: যা একটু দেখে আয়।

কুকুর: বস, আমার কাজ তো ঘেউ ঘেউ করা। সেটা আমি এখান থেকেই করতে পারব।