দুই বন্ধুতে গল্প হচ্ছে—

১ম বন্ধু: জানিস, আমার মাথায় কত বুদ্ধি?

২য় বন্ধু: কেন কী করেছিস?

১ম বন্ধু: বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে!

২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি!

১ম বন্ধু: কীভাবে?

২য় বন্ধু: আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!