শিক্ষক: আচ্ছা, তুমি যে লিখলে ‘মানুষ ক্রমাগত বদলায়’ এর কোনো বাস্তব উদাহরণ দেখাতে পারবে?
ছাত্র: হ্যাঁ পারব। আমাদের পাড়ার সুমন ভাই যখন আমাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, তখন আমি তাকে সুমন ভাই ডাকতাম। তারপর যখন তিনি আমাদের বাসায় টিউশনি নিলেন, তখন আমি স্যার ডাকতাম। আর তিনি আমার আপুকে নিয়ে ভেগে যাওয়ার পর থেকে আমি তাকে দুলাভাই ডাকি।
Beğen
Yorum Yap
Paylaş