ভালোবাসাটা একটা আইসক্রীমের মতন
নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে , নষ্ট হয়ে যাবে ।
গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোকনা কেনো আইসক্রীমটা তার আগের রুপ আর ফিরে পাবেনা❤️
কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র “তোমাকেতো আমি পেয়ে গেছি , আর যত্ন করে কি হবে “ এই চিন্তাধারার মাধ্যমে।
আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন ।
আপনি , আপনারা হয়তো জানবেননা বুঝবেননা কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেস্ট ❤️

お気に入り
コメント
シェア