চারটি জিনিস রিযিক নিয়ে আসে,
(১) রাত জেগে ইবাদত করা;
(২) শেষ রাতে ইস্তিগফার করা;
(৩) সাদাকাহ প্রদান করা এবং
(৪) দিনের শুরু ও শেষে (সকাল-সন্ধ্যায়) যিকর করা।
- ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
[যাদুল মা‘আদ, ৪/৩৭৮]