অনেক রাতে খেতে বসেছি, মা ধরা গলায় বললেন, ‘খবর শুনেছিস ছােটন?

কী খবর?’
পরী এসেছে।

আমি অনেকক্ষণ কোনাে কথা বলতে পারলাম না। মা থেমে-থেমে বললেন, পরীর একটা মেয়ে হয়েছে।’ মায়ের চোখে এইবার দেখা গেল জল। আমি বললাম, “ছিঃ মা, কঁদেন কেন?
https://www.anuperona.com/sank....hamala-humayun-ahmed

image