এক লোক এক বাসায় গিয়ে পানি চাইল। সেই বাসার এক ছোট বাচ্চা তাকে বললো—

ছোট বাচ্চা: পানি নেই আঙ্কেল, লাচ্ছি চলবে?

লোক: অবশ্যই, অনেক শুকরিয়া. লোকটি ৫ গ্লাস লাচ্ছি পরপর খেয়ে জিজ্ঞেস করল, তোমাদের বাসায় কেউ লাচ্ছি খায় না?

বাচ্চা: জ্বি খায়, কিন্তু আজ লাচ্ছিতে টিকটিকি পড়েছিল কেও খায়নি!

এ কথা শুনে লোকটির হাত থেকে গ্লাস পড়ে গেলো! বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল আপনি গ্লাস ভেঙে ফেললেন! এখন আমাদের কুকুর দুধ খাবে কিসে!