প্রেমিক: তুমি আমার জীবনে বাঁচার রসদ, আমার প্রেরণা, আমার সবকিছু।

প্রেমিকা: তুমিও আমার প্রাণ।

প্রেমিক: আমি খুব একটা বড়লোক নই। রোহিতের মতো আমার বড় বাড়ি, বড় গাড়ি কিছুই নেই। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না। আমি তোমাকে খুব ভালোবাসি।

প্রেমিকা: সেই তো আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু রোহিত সম্বন্ধে আরও কিছু কথা বলো তো শুনি।